ভিডিও

ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পেল না বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ১২:১৬ রাত
আপডেট: অক্টোবর ১১, ২০২৪, ১০:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর বাজে বোলিংয়ের কারণে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এতে শেষ চারে খেলার আশা ম্লান হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দলের। এখন শুধু কাগজে-কলমে টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। অন্যদিকে ভালো রানরেটের সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে শীর্ষে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে হেইলি ম্যাথিউজ ও দিয়ান্দ্রা দতিনের ঝোড়ো ব্যাটিংয়ে ৪৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS