ভিডিও

প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিতে চান শান্ত

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ০৭:৪২ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আগামীকালই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। নিজের বিদায়ী টেস্টে ঘরের মাঠে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় চিত্র পাল্টে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজ শুরুর আগে সাকিবকে নিয়ে আলোচনা থামছেই না। পক্ষে-বিপক্ষেই বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। এবার সাকিব ইস্যুতে কথা বললেন সতীর্থ ক্রিকেটার ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গণহারে মামলার ভিড়ে সাকিবকেও একটি হত্যা মামলার আসামি করা হয়। এর প্রতিবাদে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফেসবুকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এবার সাকিবকে ফিরতে না দেওয়ায় ফেসবুকে এমন সোচ্চার দেখা যায়নি তাদের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্তকে প্রশ্ন করা হয়, এটা কী ভয় থেকে? জবাবে শান্ত বলেন, ‘এরকম কোনো কিছুই না, আমরা সবাই জানি উনি এখানে শেষ করতে পারলে খুবই ভালো হত। কিন্তু ফোকাস এখন আমাদের খেলায়। আমরা সবাই জানি কেনো উনি আসতে পারছেন। আর এখন বর্তমান যে অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেব।’

সাকিব না থাকায় সব সময় যে সমস্যায় পড়ে বাংলাদেশ, এবারও একাদশ সাজাতে সেই সমস্যার কথাও জানান বাংলাদেশ অধিনায়ক, ‘এখন সমস্যা হচ্ছে কম্বিনেশন মিলাতে। অস্বীকার করার উপায় নেই। এই জায়গাটা ঠিক করতে বেশ কিছুদিন সময় লাগবে। যেহেতু কন্ট্রোলে নেই, ওভাবেই ম্যানেজ করতে হবে। যার যার জায়গা থেকে রোলটা প্লে করতে হবে। আমি আশা করবো যারা খেলবে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে।’ সাকিবকে নিয়ে আর কথা বাড়াতে চাননি শান্ত, ‘আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্ট ম্যাচের আগের দিন বেশি কিছু বলতে চাইনা। আমি চাই আমার প্রত্যেক খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS