ভিডিও

চা-বিরতিতে যাওয়ার আগে দুই উইকেট নেই বাংলাদেশের

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৩:০২ দুপুর
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০৫:১৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩০৮ রানে অলআউট হলেও ২০২ রানের বড় লিড পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।  ২০২ রানে পিছিয়ে থাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক। দলীয় ৪ রানের মধ্যে এই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। সাদমান ৭ বলে ১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল।

এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন মাহমুদুদল হাসান জয়। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। জয় ২০ বলে ১১ ও শান্ত ১৩ বলে ৫ রানে অপরাজিত আছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS