ভিডিও

সালাউদ্দিনের শেষ সভায় পাস হলো না ৬১ কোটি টাকার বাজেট

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার বাফুফে নির্বাচন। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩৩ জন কাউন্সিলর। নির্বাচনের আগে সকালে অনুষ্ঠিত হয়েছে বাফুফে’র বার্ষিক সাধারণ সভা। এই সভায় ২০২৫ সালের প্রস্তাবিত ৬১ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়নি।

বাফুফে’র বর্তমান সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান বার্ষিক সাধারণ সভা শেষে বলেন, আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উথাপিত হয়েছিল। ডেলিগেটরা এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেয়ার জন্য রেফার করেছেন। ইমরুল হাসান নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হচ্ছেন। নতুন কমিটি শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখে, নতুন কমিটিকে এজিএম বা ইজিএম করে বাজেট পাশ করতে হবে।

বাফুফে ৩ অক্টোবর শেষ কার্যনির্বাহী কমিটির সভা করে। সেই সভায় বাজেট অনুমোদন হয়নি। ফিন্যান্স কমিটির চেয়ারম্যানকে অবহিত না করেই বাজেট সভায় উঠায় সেটি অনুমোদন হয়নি। এরপর আর্থিক বিষয়াদি নিয়ে আরেকটি সভা হওয়ার কথা থাকলেও হয়নি। আজ বাজেট পাশ না হওয়ার ক্ষেত্রে বাফুফে’র ফিন্যান্স বিভাগের দায় রয়েছে কি না এই প্রশ্নে ইমরুল বলেন, আসলে বিষয়টি এ রকম নয়। আমাদের ডেলিগেটরা এটি নতুন কমিটির কাছে পাশ করাতে চেয়েছে।

বাফুফে’র প্রস্তাবিত ৬১ কোটি টাকা বাজেটে আয় দেখানো হয়েছে ৪৭ কোটি। ১৪ কোটি টাকা ঘাটতি বাজেট। আজকের এজিএমে বিশেষ দিক জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের বক্তব্য। বিগত সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের কোনো কর্মকর্তা বাফুফে সভায় বক্তব্য রাখেননি। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ফিফা’র স্পিরিটকে সম্মান রেখেই বাফুফে’র বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদের পাশাপাশি বাফুফে’র সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারেও জোর দেন। সচিবের এমন বক্তব্য স্বাগত জানিয়েছেন ইমরুল, সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য আমাদের জন্য উদ্দীপনামূলক। আমরাও সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে ফুটবল পরিচালনা করতে চাই।

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের আজ ছিল শেষ দিন। তিনি নির্বাচনে যোগ্য-প্রার্থীদের বাছাই করার জন্য কাউন্সিলরদের অনুরোধ জানান। তার সেই বক্তব্যে মহিলা ফুটবলের সাফল্যের বিষয়টি ছিল বিশেষভাবে। এতে এজিএমে উপস্থিত অনেকের ধারণা তিনি মাহফুজা আক্তার কিরণকে ইঙ্গিত করেছেন। আজকের সাধারণ সভায় গত এজিএমের কার্যবিবরণী পাশ হয়েছে। আজকের এজিএমে ১৩৩ কাউন্সিলরের মধ্যে শতাধিক উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS