ভিডিও

কোচ বরখাস্তের পরই বড় জয় ম্যানইউ’র

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৩:৩৫ দুপুর
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৩:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কোচ এরিক টেন হাগকে বরখাস্তের পর প্রথমবার মাঠে নেমে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

বুধবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নামার আগেই গোল পাওয়ার বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন ম্যানইউর অর্ন্তবর্তী কোচ রুড ফন নিস্টেলরয়। খেলোয়াড়রাও হতাশ করেনি তাকে। প্রতিপক্ষের জালে এক এক করে ৫ গোল দেয় শিষ্যরা। জোড়া গোল করেন কাসিমিরো ও ব্রুনো ফার্নান্দেজ। গোল উৎসবের শুরুটা করেন কাসিমিরো। ১৫ মিনিটে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানইউ। ২৮ মিনিটে আলেজান্দ্রো গার্নাচোর গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা।

৩৩ মিনিটে একটি গোল শোধ করে দেয় লেস্টার। বিলাল এল খানোস গোল করেন (২-১)। তিন মিনিট পর আবার গোল পায় ম্যানইউ। ব্রুনো ফার্নান্দেজ নিজের প্রথম গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাসিমিরো। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কনোর কোডির গোলে ব্যবধান কমিয়ে ৪-১ করে লেস্টার। ম্যানইউর হয়ে সর্বশেষ গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। এটি তার দ্বিতীয় গোল। ৫৯ মিনিটের পর্তুগালের এটাকিং মিডফিল্ডারের গোলে ব্যবধান ৫-২ করে ম্যানইউ।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ ভ্যান নিস্টেলরয় স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমাকে বলতেই হবে ভাগ্যও সহায় ছিল। যদিও আমি কাসিমিরো ও গার্নাচো এবং ব্রুনো (ফার্নান্দেজ) এর জন্য খুব খুশি। পাঁচ গোল দিয়েছি। কিন্তু ওয়েস্টহ্যাম এবং ফেনারবাহসের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেও আমরা শেষ করতে পারিনি। হঠাৎ করেই আমাদের ভাগ্য ভালো হয়ে যায় এবং এটি একটি দুর্দান্ত রাত হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘প্রতিক্রিয়াশীল এবং আক্রমণাত্মক সবসময়ই লক্ষ্য। লেস্টারের বিপক্ষে গোলের পর খেলোয়াড়দের প্রতিক্রিয়া চমৎকার ছিল এবং তারা কৃতিত্বের দাবিদার। আমি আনন্দিত যে দর্শকরা খুশি হয়ে বাড়ি ফিরেছে।’ এর আগে গত সোমবার টেন হাগকে বরখাস্ত করে ম্যানইউ। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS