ভিডিও

ম্যাচ জেতানো শান্তই ম্যাচসেরা

প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪, ১১:৪৩ দুপুর
আপডেট: মার্চ ০৭, ২০২৪, ১১:৫৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে সহজ জয় এনে দেওয়ার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচসেরার পুরস্কারটাও উঠলো তারই হাতে। শান্তর হাফসেঞ্চুরি হতে তখন দরকার ৩ রান, জয়ের জন্য প্রয়োজন ২। অধিনায়ক দলকে জয় এনে দিলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে। নিজের ফিফটিও হলো, বাংলাদেশও মাতলো জয়ের উচ্ছ্বাসে।

ছিল বাঁচামরার ম্যাচ। শ্রীলঙ্কাকে ৮ উইকেট আর ১১ বল হাতে রেখে সিরিজে ফিরেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে তাওহিদ হৃদয়কে নিয়ে ৫৫ বলে ৮৭ রানে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৩৮ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি আর ২টি ছক্কা হাঁকান বাংলাদেশ অধিনায়ক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS