ভিডিও

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড : ২৬১ রান চেজ করে পাঞ্জাবের অনবদ্য জয়

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ১২:৪৩ দুপুর
আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১২:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কেকেআরের করা ২২৩ রান তাড়া করে রাজস্থান রয়্যালস জিতেছিল। এই ম্যাচেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল রাজস্থান।

এবার সেই কেকেআরের বিপক্ষেই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পাঞ্জাব কিংস। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ফিল সল্ট আর সুনিল নারিনের ব্যাটে ভর করে ২৬১ রানের বিশাল এক স্কোর গড়ে তোলে কেকেআর। জবাব দিতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। ইংলিশ ওপেনার জনি বেয়ারেস্ট ৪৮ বলে খেলেন ১০৮ রানের অপরাজিত এক ইনিংস। এছাড়া প্রাবসিরাম সিং এবং শশাঙ্ক সিংও ঝোড়ো ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।

২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা। দুই ওপেনার প্রাবসিরাম সিং এবং জনি বেয়ারেস্ট মিলে গড়ে তোলেন ৬ ওভারে ৯৩ রানের জুটি। ২০ বলে ৫ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে আউট হন প্রাবসিরাম সিং। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। এরপর রাইলি রুশোকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন বেয়ারেস্ট। রুশো ১৬ বলে ২৬ রান করে আউট হন। এরপর শশাঙ্ক সিংকে নিয়ে আরও ৮৪ রানের জুটি গড়ে তোলেন বেয়ারেস্ট। ২৩ বলে হাফ সেঞ্চুপির পূরণ করেন শশাঙ্ক সিং। ২৮ বলে ২ বাউন্ডারি এবং ৮ ছক্কায় অপরাজিত ছিলেন ৬৮ রানে। জনি বেয়ারেস্টও ২৩ বলে হাফ সেঞ্চুরি এবং ৪৫ বলে সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ৮ বাউন্ডারি এবং ৯ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS