ভিডিও

‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪’ -এ লীড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৫:২৬ বিকাল
আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ০৫:২৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহী করার লক্ষ্যে গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখে ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায়, লীড ব্যাংক হিসেবে শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে দেশের সকল তফসিলি ব্যাংকের ময়মনসিংহে অবস্থিত শাখাসমূহের আয়োজনে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা টাউন হলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মোঃ মাহবুবউল হক। ময়মনসিংহে অবস্থিত সকল তফসিলি ব্যাংকের শাখাপ্রধান এবং ৪২টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের পরিচালক মোঃ এনামুল করিম খান ও  বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান। সভায় বক্তারা স্কুলগামী শিক্ষার্থীদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়ের সুবিধাসমূহ তুলে ধরেন ও ভবিষ্যৎ বিনিয়োগে অবদান রাখার আহবান জানান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS