ভিডিও

বেগমগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ২০০০ বস্তা সার অনুদান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে সার বিতরণ করেছে। ০৯ ফেব্রুয়ারি শুক্রবার মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল প্রধান অতিথি হিসেবে বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের ২০০০ কৃষকদের মাঝে ২০০০ বস্তা সার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। এসময় মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা-নোয়াখালী রিজিয়নের প্রধান ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, চৌমুহনী শাখা প্রধান ও ভিপি মাহবুব জামিল ও ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য দেন ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মিন্টু, ১১নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম ও ১৬নং কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন । অনুষ্ঠানে বেগমগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS