ভিডিও

সিএমএসএমই খাতের বিকাশে যশোরে এমটিবি’র ক্লাস্টার ফাইন্যান্স উদ্যোগ

প্রকাশিত: জুলাই ০৯, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের সাথে যৌথ সহযোগিতায় একটি ক্লাস্টার ফাইন্যান্স সেমিনার আয়োজন করে যার লক্ষ্য কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) ক্লাস্টারগুলোর সাথে সম্পৃক্ততা চিহ্নিত করা এবং শক্তিশালী করা।

এমটিবি’র যশোর শাখা কৌশলগত আর্থিক সহায়তার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির প্রতি তাদের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে এই উদ্যোগের নেতৃত্ব দেয়। সেমিনারে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের  ৪৮ জন প্রতিনিধি সহ যশোর জেলার ৫০ জন উদ্যোক্তাও অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক, এস.এম. হাসান রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএমএসএমই খাতের উন্নয়নে সহযোগিতামূলক প্রচেষ্টার উপর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমটিবি’র এসএমই এন্ড এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান, সঞ্জীব কুমার দে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS