ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

বগুড়ায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

বগুড়ায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা পুলিশের পৃথক অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) শিবগঞ্জের মোকামতলা ও সদরের পুরান বগুড়া তিনমাথা রূপকথা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মোকামতলা তদন্তকেন্দ্রের পুলিশ ২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ ২ কারবারিকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ঠ্যাংঝোরা এলাকার জামের আলীর ছেলে সিরাজুল ইসলাম(২৩) ও কালীগঞ্জ থানার চাপারহাট পাটিকাপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে ফজলুল করিম(২১)। 

আরও পড়ুন

এদিকে বগুড়া গোয়েন্দ (ডিবি) পুলিলের একটি অভিযানিক দল আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে বগুড়া সদরের পুরান বগুড়া রূপকথা হাইওয়ে হোটেলের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ তিন কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রইচ উদ্দিন (২৫), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে সালমান খান (২৫) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর উত্তরপাড়ার আনারুল ইসলামের ছেলে ফাইম বাবু (১৭)। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ