ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চুক্তির অংশ হিসেবে হামাস তিনজন জিম্মির নামের একটি তালিকা ইসরায়েলের কাছে হস্তান্তর করার পর পরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।

 এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্মত এই যুদ্ধবিরতি স্থানীয় সময় রোববার বেলা ১১টা ১৫ মিনিট (জিএমটি সকাল ৯টা ১৫ মিনিট)-এ কার্যকর হবে। বাংলাদেশের সময় দুপুর সোয়া ৩টায় এটি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার শাসকগোষ্ঠী হামাস যেসব ইসরায়েলি বন্দিদের মুক্তি দেবে তাদের নামের তালিকা প্রকাশের পরই এ ঘোষণা এসেছে। খবর :আল জাজিরা।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকরের পরই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সিভিল ডিফেন্সের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা সিটিতে ৬ জন, উত্তর গাজায় ৩ জন এবং রাফায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের প্রথম দিনে মুক্তি দেওয়া তিনজন ইসরায়েলি বন্দির নাম প্রকাশ করেছে গাজার শাসকগোষ্ঠী হামাস। এক টেলিগ্রাম পোস্টে হামাসের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

গাজায় স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা আলোর মুখ দেখেনি। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরু হয়নি এবং গাজায় এখনো ইসরায়েলি বাহিনী ‘অভিযান’ চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের পর নিজ নামে ক্রিপ্টোকারেন্সি চালু মেলানিয়ার

নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস নাইজেরিয়ার

মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের,স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়

নবিজী (সা.) নিয়ে কটূক্তি করায় ইরানে জনপ্রিয় গায়ককে মৃত্যুদণ্ড

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে ‘চিঠি’ লিখলেন দীপু মনি

নিজেকে নিয়ে যা বললেন ভাবনা