ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

ঝালকাঠিতে পুলিশের বাড়িতে ডাকাতির পর আগুন

ঝালকাঠিতে পুলিশের বাড়িতে ডাকাতির পর আগুন

নিউজ ডেস্ক:  ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে এক পুলিশ সদস্যর বাড়িতে ডাকাতির পর আগুন দেওয়া হয়েছে।

গভীর রাতে ডাকাতরা হানা দিয়ে ঘরে থাকা টাকা ও স্বর্ণাংকার লুট করে; তারপর আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে ঘরের ভেতর থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য  মাহাদী হাসান খানের বাড়িতে এই ঘটনা ঘটে।

মোফাজ্জেল আলী বলেন, “শুক্রবার পরিবারের সবাই আমার মেয়ের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে ঘরের পেছনের দরজা ভেঙে আমার ঘরের টাকা-পয়সা ও সোনা-গয়না নিয়ে যায়। পরে আগুন ধরিয়ে দেয়। আমার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।” 

আরও পড়ুন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে এলাকায় মাহফিল ছিল। মোফাজ্জেল আলীর বাড়িতেও কেউ ছিলেন না। এই সুযোগে ডাকাতি হয়। আগুন দেখতে পেয়ে  ফায়ার সার্ভিসের সহযোগিতায় এলাকার মানুষ তা নিয়ন্ত্রণে আনে। বাড়িটির সব জিনিসপত্র পুড়ে গেছে।

ওসি আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” 
ঢাকা/অলোক/রাসেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ৩৮ বছর পরও দাঁড়াতে পারেনি

নওগাঁ পত্নীতলার কঞ্চিপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বগুড়ার সান্তাহার পৌরসভা এলাকায় চুরি ও ছিনতাই বাড়ছে

প্রথমবার যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছে অর্থহীন

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট

জুলাই আন্দোলনে পা হারানো রতনের পরিবারের উপার্জন থমকে গেছে