ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আ.লীগ নেতা, ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক নেতা কামরুল হাসান খোকন মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশের পাহারায় পানি উন্নয়ন বোর্ড বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে ওয়াবদা জামে মসজিদে পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হয়। দাফন শেষে রাত ১১টায় তাকে আবার কারাগারে পাঠানো হয়। ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল রাত ১১টায়  বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল হাসান খোকন পৌর শহরে শাহপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এবং ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন। পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে কামরুল হাসান খোকনের মা নুরজাহান বেগম (৮২) ঢাকায় তার বাসায় মারা যান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মায়ের মৃত্যুর খবরে কারাগারেই ভেঙে পড়েন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষে থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে দুই ঘণ্টার জন্য রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেন। এরপর তাকে পুলিশ পাহারায় নিজ এলাকায় নেওয়া হলে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়।

ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মো. মাসুদুর রহমান সাংবাদিককে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান খোকনকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশের পাহারায় দাফনকাজ শেষে আবারও তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে।ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান খোকন দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। রাত ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। মায়ের দাফন শেষে পুলিশের পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কামরুল হাসান খোকনকে রাজধানীর আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তোলা হলে তিনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তখন থেকেই তিনি কারাগারে আছেন।

কামরুল হাসান ১৯৯১-১৯৯৫ পর্যন্ত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি এবং ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন। এরপর ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট না হলে আজ সমাবেশ কল্পনাও করা যেত নাঃ মাওলানা ইউনুস

আট দিনে কত আয় করল রাজকুমারের মালিক

পানির সংকটে পাট জাগ দিতে পারছেন না ফুলবাড়ীর চাষিরা

বাংলাদেশে আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছেঃ সারজিস

খুলনায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধের

জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে: শিবির সভাপতি