ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

সমাবেশে যাওয়ার পথে ঈশ্বরদীর জামায়াত কর্মীর মৃত্যু

সমাবেশে যাওয়ার পথে ঈশ্বরদীর জামায়াত কর্মীর মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দলটির এক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম মোস্তাফিজুর রহমান কলম (৫৫)। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে এবং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতের অফিস সেক্রেটারি ছিলেন।

আজ শনিবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে একটি বাসে যাওয়ার পথে গাজীপুরের চান্দুরায় স্ট্রোক করলে পার্শ্ববর্তী জিরানি কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। জামায়াতের ঈশ্বরদী উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম জানান, শুক্রবার রাত ১১টায় ঈশ্বরদী থেকে ২৫টি বাস ও ১১টি হাইচ নিয়ে ঈশ্বরদী থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দীতে জাতীয় সমাবেশে যোগদানের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গাজীপুরের চান্দুরায় পৌঁছালে এক নম্বর বাসের আরোহী মোস্তাফিজুর রহমান কলম স্ট্রোক করেন। তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান। 

আরও পড়ুন

পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক সমাবেশে যাওয়ার পথে ওই জামায়াত কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন