১৭ বছর বয়সে ইতিহাস গড়লেন ফরহান আহমেদ

স্পোর্টস ডেস্ক : ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত এক ইতিহাস গড়লেন নটিংহ্যামশায়ারের তরুণ স্পিনার ফরহান আহমেদ। শুক্রবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করে ১৭ বছর বয়সেই দলকে জয়ে নেতৃত্ব দেন এই ডানহাতি স্পিনার। একই সঙ্গে নটিংহ্যামশায়ারের ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম হ্যাটট্রিককারী হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেন ফরহান।
এদিন ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শেষ ওভারে পরপর তিন বলে লুক উড, টম অ্যাসপিনওয়াল ও মিচেল স্ট্যানলিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর আগে আউট করেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ক্রিস গ্রিনকে। সবমিলিয়ে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট।
ফরহানের দুর্দান্ত বোলিংয়ের কারণেই ল্যাঙ্কাশায়ার ১২৬ রানে গুটিয়ে যায়। ফিল সল্ট ও কিটন জেনিংসের ৩৮ রানের উদ্বোধনী জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এক সময় স্কোর দাঁড়ায় ৫৩/৫। এরপর ম্যাটি হার্স্ট ও ক্রিস গ্রিন ৬৩ রানের জুটি গড়ে ইনিংস কিছুটা মেরামত করার চেষ্টা করেন। তবে গ্রিন আউট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ল্যাঙ্কাশায়ার।
আরও পড়ুনজবাবে ব্যাট করতে নেমে নটিংহ্যামশায়ারও শুরুতে বিপদে পড়ে যায়। মাত্র ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে পঞ্চম উইকেটে লিন্ডন জেমস ও টম মুরসের ৮১ রানের দুর্দান্ত জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর টম মুরস ও ড্যানিয়েল স্যামস মিলে ১৬তম ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
উল্লেখ্য, ফরহান আহমেদ ইংল্যান্ড জাতীয় দলের উদীয়মান স্পিনার রেহান আহমেদের ছোট ভাই। তিনি ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে খেলেছেন। এর আগে ১৬ বছর বয়সে নটিংহ্যামশায়ারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন তিনি। অভিষেক ম্যাচেই ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ফরহান। পরবর্তীতে একটি ম্যাচে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট শিকারির রেকর্ড নিজের করে নেন এই তরুণ।
মন্তব্য করুন