বগুড়ার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ঢাকা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ঢাকার গুলশান থেকে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের নেতা ও বগুড়া বাস-মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক হত্যাসহ ২১ মামলার আসামি আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহারের নেতৃত্বে বগুড়া ডিবি’র একটি টিম আজ শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, ধৃত আমিনুল ইসলাম (৫০) বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে সদর থানা বিএনপি’র তৎকালীন সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান শাহিন হত্যাকান্ড ছাড়াও অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিষ্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলাসহ ২১টির বেশি মামলা তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে গত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, মারপিট, হত্যা, হত্যা প্রচেষ্টা, ককটেল বিস্ফোরণের অভিযোগে ৯টি মামলাও আছে। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তিনি ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।
ধৃত আসামি আমিনুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে ডিবি আরও জানিয়েছে।
মন্তব্য করুন