ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

আট দিনে কত আয় করল রাজকুমারের মালিক

আট দিনে কত আয় করল রাজকুমারের মালিক

বলিউড অভিনেতা রাজকুমার রাও অভিনীত নতুন সিনেমা ‘মালিক’ মুক্তি পেয়েছে গত ১১ জুলাই। মুক্তির পর থেকেই দর্শকমহলে সিনেমাটি নিয়ে তৈরি হয়েঝে ব্যাপক আগ্রহ।

গ্যাংস্টারের চরিত্রে রাজকুমারের রূপায়ণ আর তার জোরালো উপস্থিতি ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।সিনেমাটি মুক্তির  প্রথম সপ্তাহের আয় জানা গেল।

‘মালিক’–এ রাজকুমারের পাশাপাশি অভিনয় করেছেন মানুষী চিল্লার, হুমা কুরেশি, সৌরভ শুক্লা, অংশুমান পুষ্কর ও স্বানন্দ কিরকিরে। শক্তিশালী কাস্টিং ও গল্পের টানটান গতির জন্য ছবিটি মুক্তির প্রথম তিন দিনেই ভালো ব্যবসা করে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকেই আয় একটু কমতে থাকে।

স্যাচনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনে ‘মালিক’ আয় করে ৩.৭৫ কোটি রুপি। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ৫.২৫ কোটি করে আয় করে সিনেমাটি। তবে চতুর্থ দিন থেকে ছবিটির দৈনিক আয় হ্রাস পেতে শুরু করে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে আয় হয় ১.৭৫ কোটি রুপি করে। 

আরও পড়ুন

সপ্তম দিনে আয় আরও কমে গিয়ে দাঁড়ায় ১.৩৫ কোটিতে। আর অষ্টম দিনে, অর্থাৎ শুক্রবার, সিনেমাটি সংগ্রহ করে মাত্র ৫১ লাখ রুপি—যদিও এই অংকটি এখনো প্রাথমিক। সব মিলিয়ে, আট দিনের শেষে ‘মালিক’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ২১.৭১ কোটি রুপি।

এদিকে সপ্তাহ শেষের দিনেই মুক্তি পেয়েছে আহান পাণ্ডের প্রথম ছবি ‘সাইয়ারা’, যা ‘মালিক’-এর জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। বক্স অফিসে এই দুই ছবির মধ্যে এখন তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।

সপ্তাহের শেষে ‘মালিক’-এর আয় আশাব্যঞ্জক হলেও দ্বিতীয় সপ্তাহে সেটা ধরে রাখতে পারবে কি না, তা এখন বড় প্রশ্ন। রাজকুমার রাওয়ের দাপুটে অভিনয় ও তারকাবহুল কাস্টিং কতটা প্রভাব ফেলতে পারে পরবর্তী সময়ে, তা নির্ভর করছে দর্শকদের সাড়া এবং নতুন মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর পারফরম্যান্সের ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন