বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি ও জোড়া হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র্যাব-১২, বগুড়ার অভিযানে দুপচাঁচিয়ার জিয়ানগরে লাক্ষীমন্ডপ গ্রামে বাড়িতে ডাকাতি এবং শ্বশুর ও পুত্রবধূকে হত্যা মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য জিয়ারুল মোল্লাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তর ইন্ট উইংয়ের সহযোগিতায় বগুড়ার মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি জিয়ারুল মোল্লাকে গ্রেফতার করা হয়। সে কাহালু উপজেলার বড়ভাদাহার গ্রামের মৃত রহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনতার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দুপচাঁচিয়ার জিয়া নগরে গত ৮ জুলাই রাত ১০টা হতে ৯ জুলাই ভোর ৪ টা পর্যন্ত ডাকাতরা বাড়িতে ঢুকে পুত্রবধূ রিভা (৩৫) এবং তার শ্বশুর আফতাব উদ্দিনকে (৭০) হাত-পা, মুখ রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বাড়ি থেকে টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
মন্তব্য করুন