সুসময়ে ফারিণ

বিনোদন ডেস্ক ঃ ছোট পর্দায় আগেই সফলতা পেয়েছেন তাসনিয়া ফারিণ। নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেত্রী হিসেবে। এরপর ওটিটিতেও নিজের অভিনয়ের ম্যাজিক ছড়িয়েছেন। গত ঈদে নিজের প্রথম বাণিজ্যিক সিনেমা ‘ইনসাফ’র মাধ্যমে তুলে নিয়েছেন সফলতা। ছবিতে অভিনয়ে, অ্যাকশনে, নাচে নিজেকে অন্যভাবে মেলে ধরতে সক্ষম হয়েছেন ফারিণ। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। সামনে রয়েছে তার কাজের চাপ। দ্রুতই শুটিংয়ে অংশ নেবেন নতুন নাটক, ওটিটি কনটেন্ট ও সিনেমার।
এরই মধ্যে ‘ইনসাফ-২’ ছবির ঘোষণাও এসেছে, সেখানেও থাকছেন ফারিণ। আর কাজের ব্যস্ততা শুরুর আগের সময়টায় ফারিণ ডুব দিয়েছেন অবসরে। নিজের মতো করে ছুটি কাটাচ্ছেন তিনি। আর সেটা করতেই উড়াল দিয়েছেন ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে। সেখান থেকে ছবি পোস্ট করছেন ফারিণ। কখনো মেঘের রাজ্য থেকে ছবি দিচ্ছেন, আবার কখনো সাগর তীর থেকে। আবার কখনো দিচ্ছেন ব্রেকফাস্টের ছবি। ছবি দিয়ে আবার হারিয়ে যাচ্ছেন যেন ফারিণ।
আরও পড়ুনএদিকে, গত ঈদে ফারিণের সিনেমা বাদেও প্রশংসিত হয়েছে জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে করা দুই নাটক ‘প্রিয় প্রজাপ্রতি’ এবং ‘ভুল থেকে ফুল’। এদিকে, ফারিণের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব। সেগুলোর চিত্রনাট্য পড়ছেন তিনি। ব্যাটে-বলে মিলে গেলেই নতুন সিনেমা সম্পর্কে পাকাপাকিভাবে জানাবেন এ অভিনেত্রী।
মন্তব্য করুন