ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : ‘এক শহিদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে আজ শনিবার (১৯ জুলাই) উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানান-

নওগাঁ: নওগাঁয় ৯জন শহিদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বাইপাস সড়কের পশ্চিম পাশে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, জুলাই অভ্যুত্থানে শহিদ বিপ্লব মন্ডলের বাবা লুৎফর মন্ডল, শহিদ মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মান্দা (নওগাঁ): শহিদ রাসেল রানার গ্রামে কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি জারুল গাছের চারা রোপণ করা হয়। শহিদ রাসেল রানার পরিবারের সদস্যদের সাথে নিয়ে গাছের চারাটি রোপণ করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।

উপজেলা প্রশাসন ও সোস্যাল ফরেস্ট্রি প্ল্যানটেশন সেন্টার (এসএফপিসি) রাজশাহী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ ও নজরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশিষ দে, কশব ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল আরেফিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহিদা খাতুন, উপ-প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন প্রমুখ।

পঞ্চগড়: দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। শহিদ সাজু ইসলামের নামে নিম, আবু ছায়েদ নামে কাজুবাদাম, সাগর রহমানের নামে লটকন, সাজু ইসলামের নামে জারুল ও শাহাবুল ইসলাম শাওনের নামে হরিতকি গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, নেজারত ডেপুটি কালেক্টর আমিনুল হক তারেক, সহকারী কমিশনার মিজানুর রহমান, পঞ্চগড় আদালতের পিপি আদম সুফি, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুবোধ চন্দ্র রায়, সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ প্রমুখ।

রাজশাহী: চার শহিদের স্মরণে নগরীর সিএন্ডবি মোড়ে চারটি জয়তুন বৃক্ষের চারা রোপণ করা হয়। সকালে কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে চারাগুলো রোপণ করা হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর চার শহিদ স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ কমিশনার ম্হোাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ।

কুড়িগ্রাম: জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহিদ নুর আলমের স্ত্রী খাদিজা খাতুন, শহিদ আশিকের বাবা চাঁদ মিয়া, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পিপি এড. বজলুর রশীদ প্রমুখ।

দিনাজপুর: জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে দিনাজপুর বড় মাঠের সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এসএম হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান, বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার প্রমুখ।

আরও পড়ুন


চিরিরবন্দর (দিনাজপুর): জেলা প্রশাসনের নির্দেশনায় একদিনে ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। সকালে দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার শিশু পার্কে গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা বন কর্মকর্তা রায়হান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ময়েন উদ্দিন শাহ প্রমুখ।

নবাবগঞ্জ (দিনাজপুর): উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংসেরঘাট গুচ্ছ গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন দিনাজপুরের পরিকল্পনা ও দিক নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে ৬৩ হাজার বৃক্ষরোপণের ওই কর্মসূচির কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে ও দিক নির্দেশনায় উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, খাদ্য কর্মকর্তা সোহেল আহম্মেদ,সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান প্রমুখ।

কাহারোল (দিনাজপুর): দিনাজপুরের কাহারোলে জেলা প্রশাসকের উদ্যেগে ৪২ হাজার গাছে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার নয়াবাদ জামে মসজিদ ও শ্রী শ্রী কান্তজিউর মন্দির প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মো. আবুল হোসেন রাজা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন