দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় র্যাব সদস্যদের অভিযানে একটি বিদেশি রিভালবার ৫ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ শনিবার (১৯ জুলাই) সকালে দিনাজপুর র্যাব সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর কনজকুড়ী গ্রামে অভিযান চালায়। তাদের অভিযানে ওই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. সাগর বাবু (২২) এর বাড়ির শয়নকক্ষ থেকে একটি বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড তাজা গুলিসহ ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল বিদেশি মদ এবং ৩ পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।
আরও পড়ুনর্যাব সদস্যদের অভিযানের বিষয় টের পেয়ে সাগর কৌশলে পালিয়ে যায়। সাগরকে গ্রেফতারের জন্য র্যাব সদস্যদের অভিযান চলমান রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় একইদিন বিকেল ৪ টায় পলাতক আসামি সাগরের বিরুদ্ধে র্যাব সদস্যদের পক্ষ হতে কোতয়ালী থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন