ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পদ্মা চরের চরকালিদাসখালী গ্রামে একরাতে ৪টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনা স্বর্ণের একটি আংটি, এক জোড়া কানের দুল, ১০ আনা স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল ফোন লুট করে। পরে ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে ২৮ হাজার টাকা, আট আনা স্বর্ণের একটি চেইন, রুপার নূপুর ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এছাড়াও ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে ২৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, দুটি রুপার বালা, এক জোড়া নূপুর এবং ৩টি মোবাইল নেয় ডাকাতরা। সবশেষে আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে ৫ লাখ টাকা, দুই ভরির দু’টি স্বর্ণের চেইন, চার আনা ওজনের দু’টি স্বর্ণের আংটি, এক ভরির এক জোড়া কানের দুল ও একটি মোবাইল ফোন লুট করে নেয়।

আরও পড়ুন

লতিফ মোল্লা বলেন, ডাকাতরা নৌকা নিয়ে এসেছে। চারটি বাড়ি একে একে লুট করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য সহিদুল ইসলাম বলেন, গত এক মাসে এলাকায় প্রায় ১০টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মানুষ আতঙ্কে আছে।

রাজশাহীর বাঘা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি ও সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন