ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

পাঁচদিনের রিমান্ডে বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল

পাঁচদিনের রিমান্ডে বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল, ছবি: রাহেনুর ইসলাম।

কোর্ট রিপোর্টার : গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়ায় নিহত কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগ নেতা আমিনুল ইসলামকে (৫০) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২০ জুলাই) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগের সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। তবে এই নিরাপত্তার মধ্যেই আদালতে উপস্থিত বিক্ষুব্ধ জনতা ২১ মামলার আসামি বগুড়ার আলোচিত পরিবহন মালিক নেতা আমিনুল ইসলামকে পঁচা ডিম নিক্ষেপ করেন। আদালতে হাজিরের পর আমিনুল ইসলামকে গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সেলিম, কমরউদ্দিন বাঙ্গি ও আব্দুল মান্নান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই জাহাঙ্গীর কবির সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর এবং সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় হাজতি পরোয়ানামূলে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। 

আরও পড়ুন

উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের নেতা ও বগুড়া বাস-মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুলের বিরুদ্ধে আইনজীবী শাহিন হত্যা মামলাসহ ২১টি মামলা রয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী গায়েবানা জানাজা

জীবনের বন্দুকের নিশানায় বুবলী!

কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দফতরিকে হত্যা

নওগাঁর পোরশায় থানার দালাল মজিদ আটক

সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিক নিহত

টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৫ অপহরণকারী গ্রেফতার