ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও ভুয়া : ডিএমপি

রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও ভুয়া : ডিএমপি, ছবি: সংগৃহীত।

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা পুরনো এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভিডিওগুলোর সঙ্গে চলমান কোনও ঘটনার সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।

আজ রোববার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, সেগুলো আসলে বহু আগের পুরনো ভিডিও। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ভিডিওগুলোকে আজকের ঘটনা হিসেবে প্রচার করছে। ডিএমপি জানায়, গুলিস্তান ও আজিমপুর এলাকায় রোববার এমন কোনও অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা ঘটেনি। ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ডিএমপি’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি কুচক্রীমহল এসব পুরনো ভিডিও ও ছবি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপপ্রচারের বিরুদ্ধে তৎপর রয়েছে।

আরও পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে আহ্বান জানিয়ে বলা হয়, কেউ যেন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনও ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছর তিনটি যৌথ মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী

ওষুধহীন কমিউনিটি ক্লিনিক সেবা বঞ্চিত হাজারো মানুষ

এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান

এনআরবিসি ব্যাংকের পুনর্গঠিত শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত