হিজড়া সেজে ২৮ বছর ভারতে, ধরা পড়লেন বাংলাদেশি কালাম

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ২৮ বছর ভারতে হিজড়ার ছদ্মবেশে আত্মগোপনে থাকা বাংলাদেশি আবদুল কালামকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। মধ্যপ্রদেশে ভোপালে ‘নেহা কিন্নর’ নামে পরিচিত ছিলেন তিনি।
পুলিশ জানায়, মাত্র ১০ বছর বয়সে আবদুল বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রথমে মুম্বাইয়ে প্রায় ২০ বছর অবস্থান করার পর তিনি মধ্যপ্রদেশের ভোপালে চলে যান। গত আট বছর ধরে তিনি নারী সেজে স্থানীয়দের মধ্যে ‘নেহা’ নামে পরিচিতি পান এবং নিজেকে একজন হিজড়া বলে পরিচয় দিতেন, যাতে কেউ সন্দেহ না করে। ভোপালের বুধওয়ারা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। পুলিশ জানায়, আবদুল নিজের পরিচয় আড়াল করতে ভুয়া আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্টসহ একাধিক জাল কাগজপত্র তৈরি করেন। এসব নথি ব্যবহার করে তিনি একাধিকবার বাংলাদেশে যাতায়াতও করেছেন। বর্তমানে আবদুল তালাইয়া থানায় ৩০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। তার মোবাইল, কল রেকর্ড, মেসেজ ও ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে দেখা হচ্ছে, তিনি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না।
ভোপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা শালিনী দীক্ষিত জানান, তার পরিচয় নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুরো অভিযানে কড়া গোপনীয়তা বজায় রাখা হয়। খবর : এনডিটিভি
মন্তব্য করুন