ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ভিসা কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে ভিসা কো-ব্র্যান্ডেড ক্রেডিট প্রিপেইড কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এই উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, বসুন্ধরা, ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর . আব্দুল হান্নান চৌধুরী, ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ ইউনিভার্সিটি; মোঃ আবিদুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), সাউথইস্ট ব্যাংক পিএলসি; এবং মোঃ সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা – বাংলাদেশ, নেপাল ও ভুটান।

এই উদ্যোগের অংশ হিসেবে, সাউথইস্ট ব্যাংক পিএলসি., নর্থ সাউথ ইউনিভার্সিটি এর শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের জন্য প্রিপেইড কার্ড চালু করেছে। শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ তাঁদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত ক্রেডিট লিমিটসহ আজীবন বার্ষিক ফি ছাড় সুবিধা পাবেন।

অন্যদিকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি এর শিক্ষার্থীরা প্রথম বছরে বার্ষিক ফি ছাড়ের পাশাপাশি, প্রথম লেনদেনে ৩০০ টাকা ক্যাশব্যাক সুবিধা পাবেন। এসব প্রিপেইড কার্ড দেশি ও আন্তর্জাতিক লেনদেনের জন্য উপযোগী, যার মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি প্রদানসহ বিভিন্ন অনলাইন লেনদেন সহজে করা যাবে। এতে শিক্ষার্থীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল ব্যাংকিং আরও সহজ হবে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন . আহমেদ তাজমীন, রেজিস্ট্রার; এবং প্রফেসর আব্দুর রব খান, ট্রেজারার। সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আব্দুছ সবুর খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস; মোঃ কাশেফ রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইনফরমেশন টেকনোলজি ডিভিশন; মোঃ মামুনুর রশিদ, এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি, বোর্ড ডিভিশন; এবং সৈয়দা সায়মা বানু, ডিরেক্টর, ট্রেনিং ইনস্টিটিউট। ভিসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশীষ চক্রবর্তী, ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট, সাউথ এশিয়া।

এই ক্যাম্পেইনটি সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন, যা একাডেমিক সম্প্রদায়ের জন্য নিরাপদ, আধুনিক সুবিধাজনক ডিজিটাল আর্থিক সেবা প্রসারে অবদান রাখবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বিএস কোয়ার্টারগুলো মেরামতের উদ্যোগ নেই

ফ্যাসিস্টকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়াই ‘স্মৃতিতে জুলাই-আগস্ট’ কর্মসূচির অঙ্গীকার -সাবেক এমপি লালু

বগুড়ার শিবগঞ্জে সাবেক কাউন্সিলর হারেক আলী গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় আ’লীগ নেতা আব্দুল মতিন গ্রেফতার

সিনেমার গানে ফিরলেন মনির খান

৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের