ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

ওষুধহীন কমিউনিটি ক্লিনিক সেবা বঞ্চিত হাজারো মানুষ

ওষুধহীন কমিউনিটি ক্লিনিক সেবা বঞ্চিত হাজারো মানুষ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : বাগাতিপাড়া উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকের প্রায় প্রতিটিতেই চলছে চরম ওষুধ সংকট। ক্লিনিকে আসছেন রোগীরা, দায়িত্ব পালন করছেন স্বাস্থ্যকর্মীরা কিন্তু নেই মৌলিক ও জরুরি ওষুধ। ফলে হতাশ হয়ে রোগীরা ফিরছেন খালি হাতে।

আজ রোববার (২০ জুলাই) সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ক্লিনিক ঘুরে দেখা যায়, প্যারাসিটামল, ও আর এস, ফ্ল্যাজিল, আয়রন, অ্যান্টিবায়োটিকসহ প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত প্রায় সব ওষুধেরই ঘাটতি রয়েছে। এক স্বাস্থ্যকর্মী বলেন, প্রায় ছয় মাস আগে সর্বশেষ ওষুধ পেয়েছেন তারা। তখন যা এসেছিল, তা এক মাসেই শেষ হয়ে যায়। এরপর আর কিছুই আসেনি।

সরকারি নীতিমালায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত ৩০ ধরনের ওষুধ সরবরাহের কথা রয়েছে। এরমধ্যে গর্ভবতী নারীর জন্য আয়রন ও ফলিক অ্যাসিড, শিশু ও বৃদ্ধদের জন্য ওআরএস এবং ব্যথা বা জ্বরের জন্য প্যারাসিটামল প্রধান। অথচ বাস্তবে এসব মৌলিক ওষুধের একটিও মজুদ নেই বেশিরভাগ ক্লিনিকে।

আরও পড়ুন

চাঁদপুর এলাকার কৃষক লুৎফর রহমান বলেন, গ্যাস্ট্রিকের ওষুধ নিতে এসেছিলেন তিনি। আগে ফ্রি ওষুধ পেলেও অনেকদিন হলো এখানে ওষুধ পাচ্ছেন না। তাই দোকান থেকে কিনতে হচ্ছে। ক্ষোভ নিয়ে টুনিপাড়া গ্রামের গৃহবধূ মর্জিনা খাতুন জানান, জ্বর নিয়ে ক্লিনিকে এসেছেন তিনি। ক্লিনিকে ডাক্তার আছে, কিন্তু ওষুধ নেই।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা বলেন, বিষয়টি তারা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। দ্রুতই ওষুধ সরবরাহ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সাবেক কাউন্সিলর হারেক আলী গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় আ’লীগ নেতা আব্দুল মতিন গ্রেফতার

সিনেমার গানে ফিরলেন মনির খান

৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শগ্রামে আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

সোনা জান’-এ অভূতপূর্ব সাড়া মিলছে কণা’র