দিনাজপুরের খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় পারুল আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারুল ওই এলাকার মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনার দিন পরিবারের লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন।
আরও পড়ুনখানসামা থানার অফিসার ইনচার্জ নজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন