ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

ভরা সভায় উপাচার্যের নাম ভুল, ছাত্রদল সভাপতির বক্তব্যে বিব্রত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

ভরা সভায় উপাচার্যের নাম ভুল, ছাত্রদল সভাপতির বক্তব্যে বিব্রত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি প্রতিনিধিঃ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে আয়োজিত অংশীজন সভায় অপ্রত্যাশিত এক ঘটনার জেরে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রোববার (২০ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের নাম ভুলভাবে উল্লেখ করেন, যা সভায় উপস্থিতদের মাঝে তীব্র অস্বস্তির সৃষ্টি করে। বক্তব্যকালে তিনি বলেন, “এখানে আমাদের মাননীয় ভিসি স্যার আছেন ড. সরফরাজ খান; প্রক্টর স্যার আছেন, নিয়াজ আহমদ খান স্যার এবং প্রক্টর স্যার সফিকুল স্যার আছেন, সাইফুদ্দিন স্যার—উনাদের উপস্থিতিতেও আমরা অনেক কথা বলেছি।

আসলে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হলেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ। কিন্তু গনেশ চন্দ্র রায় সাহস যথাক্রমে তাদের ‘সরফরাজ’ ও ‘শফিউল’ নামে সম্বোধন করেন।

যদিও তিনি পরবর্তীতে ভুল সংশোধন করেন, তবে ততক্ষণে সভাস্থলে উপস্থিত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও দুই উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক সমিতির সদস্য এবং ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ঘটনার পর উপস্থিত একাধিক সাংবাদিক জানান, একজন ছাত্রনেতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নাম ঠিকভাবে জানাটাই স্বাভাবিক প্রত্যাশা। তাদের মতে, শুধু নাম ভুল বলাই নয়, তাৎক্ষণিক দুঃখপ্রকাশ না করাটাও শিষ্টাচারবহির্ভূত এবং প্রশ্নবিদ্ধ। এই বিষয়ে জানতে গনেশ চন্দ্র রায় সাহসকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, সভায় চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আগামী ২৯ জুলাই ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। তিনি আরও জানান, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, তারা আসন্ন নির্বাচনে প্রার্থী বা ভোটার হিসেবে বিবেচিত হবেন না। এছাড়াও সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট প্রয়োজনে ডাকসু সংবিধানের নির্দিষ্ট ধারা সংশোধনের এখতিয়ার রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার