ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

চাঁপাইনবাবঞ্জের সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বাংলাদেশি নিখোঁজ

চাঁপাইনবাবঞ্জের সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বাংলাদেশি নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোহরপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে চোরাচালানের মাধ্যমে গরু আনতে গিয়ে লালচাঁন (৩০) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নরশিয়া গ্রামের জেবল ওরফে শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, আজ রোববার (২০ জুলাই) ভোর ৪টায় জোহরপুর বিওপির আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলারের ১৬/৫ কাছ দিয়ে ৪-৫ জন চোরাকারবারীর একটি দল ভারতে প্রবেশের পর বিএসএফ’র চ্যালেঞ্জ করে। এ সময় অন্যরা ফিরে আসলেও লালচাঁন ফিরে আসেনি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭১-ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে তারা আজ রোববার (২০ জুলাই) দুপুর পর্যন্ত কিছু জানায়নি। বিএসএফ’র সাথে বিজিবি’র যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে নিখোঁজের পরিবারের পক্ষে কোন অভিযোগ পায়নি বিজিবি। জোহরপুর সীমান্ত কাঁটাতারের বেড়াবিহীন এবং সীমান্তে গুলির কোন ঘটনার কথা শোনা যায়নি বলেও জানান অধিনায়ক।

আরও পড়ুন

পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ভারতের অভ্যন্তরে লালচাঁন নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন। ভারতের ভেতরে ভাগিরথী নদী এলাকায় গুলিতে তিনি মারা যান বলেও শোনা গেছে। তবে মরদেহ কোথায় বা ঘটনার  ব্যাপারে নিশ্চিত ও বিস্তারিত কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার