জয়পুুরহাটের পাঁচবিবিতে ৩৫ বছর পর প্রাণী সম্পদ বিভাগের জমি উদ্ধার

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া প্রায় কোটি টাকার সম্পতি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা মৌজায় প্রায় ১ একর জমি দীর্ঘ ৩০/৩৫ বছর থেকে বেদখল ছিল।
সেই সময় থেকে উক্ত জমিটি স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ দখলী স্বত্বে লীজ প্রদান করেন এবং লীজের টাকা ইউনিয়ন পরিষদ কোষাগারে জমা করতেন। পরবর্তী সময়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী যোগদানের পর উপজেলা প্রাণী সম্পদের মালিকানায় উক্ত সম্পত্তির হদিস পান। পরে তিনি উক্ত বেহাত হওয়া জমিটি দখলের উদ্যোগ নেন।
সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন সেই সম্পত্তি উদ্ধার করেন। মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, সম্পত্তিটি প্রাণী সম্পদ অধিদপ্তরের সেটি আমাদের জানা ছিলো না। সে কারণে ধারাবাহিক ভাবে ইউনিয়ন পরিষদ লীজ দিত।
আরও পড়ুনউপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, দীর্ঘদিন আমাদের এই সম্পত্তি বেহাত অবস্থায় ছিলো। ইউএনওর নির্দেশনায় জমিটি উদ্ধার করা হলো।
মন্তব্য করুন