ফ্যাসিস্টকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়াই ‘স্মৃতিতে জুলাই-আগস্ট’ কর্মসূচির অঙ্গীকার -সাবেক এমপি লালু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে আর কখনও বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না এটাই হলো বিএনপি ঘোষিত ‘স্মৃতিতে জুলাই-আগস্ট’ কর্মসূচির অঙ্গীকার। আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট সরকারের গুলিতে জুলাই-আগস্টে শহিদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করার ঘোষণা দিয়েছে বিএনপি। ‘স্মৃতিতে জুলাই-আগস্ট’ কর্মসূচির আওতায় শহিদদের স্মৃতি ধরে রাখতে আজ রোববার (২০ জুলাই) বগুড়ার শাজাহানপুরের কয়েকটি স্থানে বৃক্ষরোপণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসীমসহ ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে বগুড়ায় শহিদ হওয়া ১৯ জন শহিদের স্মরণে গতকাল শাজাহানপুরের চোপীনগর ইউনিয়ন পরিষদ চত্বর, বিহিগ্রাম এডিইউ ফাজিল মাদ্রাসা চত্বর, জামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর এবং সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রসা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আরও পড়ুনপ্রতিটি স্থানে শহিদদের নামে নামে বৃক্ষরোপণ করা হয়। এসময় তার সাথে ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবুল বাসার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সাবেক যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান অটল, উপজেলা বিএনপি’র সদস্য শফিকুল ইসলাম, এমমরান হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খাইরুল বাশার, আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক মহসীন আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাবেক যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
মন্তব্য করুন