ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সম্রাট নন : লুলা

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সম্রাট নন : লুলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বিবিসিকে এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্পের সমালোচনা করে লুলা আরও বলেন, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সম্রাট নন।

লুলা প্রায়ই ট্রাম্পের সমালোচনা করেছেন, কিন্তু এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে, তিনি মনে করেন তার এবং তার মার্কিন প্রতিপক্ষের মধ্যে যোগাযোগ এখন ভেঙে গেছে। যদিও ব্রাজিলের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে, ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অভ্যুত্থানের অভিযোগের বিচারকে এর কারণ হিসাবে উল্লেখ করেছিলেন ট্রাম্প।

জবাবে, লুলা শুল্ককে বিশেষভাবে রাজনৈতিক বলে অভিহিত করেন এবং বলেছেন, এর ফলে মার্কিন ভোক্তারা ব্রাজিলের পণ্যের জন্য উ”চ মূল্যের সম্মুখীন হবেন। ট্রাম্পের আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানিতে প্রভাব ফেলেছে। বিশেষ করে কফি ও গুরুর মাংসের মতো পণ্যগুলোর ওপর। যা লুলা বলেছিলেন যে আরও ব্যয়বহুল হয়ে উঠবে। ব্রাজিলের সাথে সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প যে ভুল করছেন তার জন্য আমেরিকান জনগণকে মূল্য দিতে হবে বলেও জানান ব্রাজিলের প্রেসিডেন্ট।

বিবিসি জানায়, দুই নেতা কখনও একে অপরের সাথে সরাসরি কথা বলেননি। কেন তিনি ফোন ধরেননি বা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেননি, এই প্রশ্নের জবাবে লুলা বলেন, ‘আমি কখনও সেই ফোন করার চেষ্টা করিনি কারণ তিনি কখনও কথা বলতে চাননি।’ এর আগে ট্রাম্প বলেছিলেন, লুলা তাকে যেকোনো সময় ফোন করতে পারেন। কিন্তু লুলা জোর দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের সদস্যরা কথা বলতে চান না।

আরও পড়ুন

সাক্ষাতকারে লুলা আরও বলেন, মার্কিন নেতার সাথে তার খারাপ সম্পর্ক একমাত্র ব্যতিক্রম। তিনি কীভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইইউ, চীন, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন তা উল্লেখ করেন। বলেন, ট্রাম্পের সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হয়েছিলেন, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম না। তার সম্পর্ক বলসোনারোর সাথে, ব্রাজিলের সাথে নয়।  

তবে লুলা জানান, যদি তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্পকে দেখেন, তাহলে তিনি তাকে স্বাগত জানাবেন কারণ তিনি একজন সভ্য নাগরিক। তবে তিনি আরও বলেন, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন।’

৬ জানুয়ারি ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাপিটল দাঙ্গার ঘটনায় লুলা বলেছিলেন যে, ব্রাজিলেও যদি একই রকম ঘটনা ঘটত, তাহলে ট্রাম্পকে বিচারের মুখোমুখি করা হত। ট্রাম্পের প্রতি লুলার সমালোচনার বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে, হোয়াইট হাউসের একজন মুখপাত্র বিবিসিকে ব্রাজিল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের অতীতের প্রকাশ্য মন্তব্যের কথা উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯