ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাবি ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় তাদের কলম উঁচু রেখেছে — ডাকসু ভিপি সাদিক

ঢাবি ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় তাদের কলম উঁচু রেখেছে — ডাকসু ভিপি সাদিক

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিকরা সবসময় তাদের কলম উঁচু রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডাকসু ক্যাফেটেরিয়ায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহদি হাসানসহ ক্যাম্পাস সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, “ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা সিনেটের সদস্য। ডাকসুর প্রতিনিধিরা সিন্ডিকেটের সদস্য নয়। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয় সিনেটে তবে সিদ্ধান্তগুলো আসে সিন্ডিকেট থেকে। ডাকসুর প্রতিনিধিরা সিন্ডিকেটের সদস্য হওয়াটাও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। ডাকসুতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা সিন্ডিকেটেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে — এটা আশা করছি।”

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক কায়েম বলেন, “ফ্যাসিবাদী আমলে যে অন্যায় হয়েছে তখন দেখেছি সাংবাদিকরা সবসময় তাদের কলম উঁচু রেখেছে। জুলাইয়ের কঠিনতম সময়ে তারা যে ভূমিকা রেখেছে তাকে আমরা স্যালুট জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশকে পথ দেখায়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে পথ দেখায় ঢাবি সাংবাদিক সমিতি।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের পর চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে — তা এমনি এমনি হয়নি। আমাদের সাংবাদিক সমিতির অবদান রয়েছে এতে। ডাকসুকে নিয়ে আমরা মূলত পলিসির জায়গায় কাজ করতে চাই। আমাদের কাজগুলো হবে পলিসি রিফর্ম ভিত্তিক। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেমন নিয়মিত হয়, ডাকসু নির্বাচনের পরিবেশও যেন তেমনি নিয়মিতভাবে তৈরি করতে পারি — সে চেষ্টা করব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯