ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বগুড়া সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা

বগুড়া সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সিভিল সার্জন অফিসে নতুন সিভিল সার্জন যোগদান করলেও বগুড়া থেকে সদ্য বদলিকৃত সিভিল সার্জন না গিয়ে বগুড়াতেই তার বদলি স্থগিতের জন্য চেষ্টা চালাচ্ছেন। দুইজন সিভিল সার্জন নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে জেলা স্বাস্থ্যসেবা অফিসের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৪ সেপ্টেম্বর বগুড়া জেলা সিভিল সার্জন ডা. এ কেএম মোফাখখারুল ইসলামকে সিভিল সার্জন হিসেবে মানিকগঞ্জ জেলায় এবং মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশীদ আলমকে বগুড়া সিভিল সার্জন হিসেবে যোগদান করতে বলা হয়। ওই প্রজ্ঞাপনে স্ব স্ব কর্মস্থলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ডা. খুরশিদ আলম বগুড়া সিভিল সার্জন অফিসে যোগদান করতে এলে সিভিল সার্জন মোফাখখারুল ইসলামকে তিনি পাননি। এছাড়াও সেখানকার কিছু চিকিৎসক নেতৃবৃন্দ তাকে যোগদানে বাধা দেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

পরে ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় পরিচালক অফিসে যোগাযোগ করে সেখানে যোগদান করেন। তবে এখন পর্যন্ত তাকে দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সিভিল সার্জনের পদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক অফিসে দুই কর্মকর্তা নিয়ে জেলার ডাক্তারদের মধ্য বিভেদ তৈরি হয়েছে। বগুড়ায় এখন কোন সিভিল সার্জন আছেন এ ব্যাপারে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. নূর এ সাদিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডা. খুরশিদ আলম সিভিল সার্জন হিসেবে দপ্তরে আসছেন এবং কাজ করছেন।

আরও পড়ুন

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডা. খুরশিদ আলম সিভিল সার্জন হিসেবে যোগাদান করলেও এখনও তাকে ডা. মোফাখখারুল ইসলাম অফিসিয়ালি দায়িত্ব হস্তান্তর করেননি। এই নিয়ে চিকিৎসকরা এক বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন।

এ ব্যাপারে বগুড়ায় সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. খুরশিদ আলমের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়। অন্যদিকে ডা. এ কেএম মোফাখখারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো মানিকগঞ্জে যোগদান করেননি। তার বদলির আদেশ স্থগিত করার জন্য তিনি চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

সিরাজগঞ্জে ভালবেসে বিয়ে করে তিন মাস পরই লাশ হলো সুমী

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহী বিভাগীয় বইমেলার বাড়ছে সময় ও পরিসর