ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

দিনাজপুরের আর্লি-৪৫ জাতের শিম চাষ করে ব্যাপক সফলতা

দিনাজপুরের আর্লি-৪৫ জাতের শিম চাষ করে ব্যাপক সফলতা। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিভিন্ন গ্রামে কৃষকেরা বাণিজ্যিকভাবে আর্লি-৪৫ উন্নত জাতের শিম চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। মৌসুমের আগেই এ শিম বাজারজাত করে অধিক মূল্যে বিক্রি করতে পেরে খুশি কৃষকরা।

এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও ফসল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি বিভাগের অনুপ্রেরণায় শীতকালীন সবজি শিম এখন গ্রীষ্মকালে বাণিজ্যিকভাবে কৃষকেরা চাষ করছেন। এ শিমে বেশি দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। তাই আগাম জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

জেলার বিরল উপজেলার ফারাক্কাবাঁধ গ্রামের কৃষক মো. খাদেমুল ইসলাম জানান, ৩০ শতক জমিতে গ্রীষ্মকালীন শিম চাষ করেছেন। শিমের অধিক ফলন ও ভাল দাম পাওয়ায় তিনি খুশি। গতকাল কৃষক খাদেমুলের শিম ক্ষেত পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।

এসময় কৃষি বিভাগের মুখপাত্র উপ-পরিচালক মো. আফজাল হোসেন জানান, কৃষি বিভাগের উদ্ভাবন করা উন্নত জাতের আর্লি-৪৫ জাতের এ শিম বিষমুক্ত ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন যা তাদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিরল উপজেলার মোখলেসপুর গ্রামের টেকসই কৃষি উন্নয়ন কৃষক-কৃষানি দলের সহায়তায় কৃষক মো. সায়েদ আলী তার ৩৫ শতাংশ জমিতে প্রাথমিকভাবে গ্রীষ্মকালীন এই শিম চাষ করেছেন।

আরও পড়ুন

এ পর্যন্ত তিনি প্রায় ২৭ হাজার টাকার শিম বিক্রি করেছেন। পাইকাররা ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে জমি থেকে শিম কিনে নিয়ে যাচ্ছেন। বাজারে এর খুচরামূল্য ১৮০ থেকে ২শ’ টাকা কেজি। আগাম শিম চাষ করা আরও কয়েকজন চাষি জানান, এ ধরনের শিমে লাভ বেশি। আর্লি-৪৫ জাতের এই শিম গ্রীষ্মকালে চাষের উপযোগী এবং প্রতি হেক্টরে গড়ে ৭ থেকে ৮ টন পর্যন্ত ফলন দিয়ে থাকে।

টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আবু রেজা মো.আসাদুজ্জামান জানান, শিম জাতীয় সবজি ভিটামিন সি, ক্যালসিয়াম, ক্যারোটিনসহ নানা পুষ্টিগুণ সমৃদ্ধ। এই শিম চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি। আর্লি-৪৫ জাতের গ্রীষ্মকালীন শিমের বীজ জুন-জুলাই মাসে রোপণ করা হয়। স্বল্প সময়ে বিষমুক্ত নিরাপদ এই শিম চাষের সাফল্য আগামীতে অন্য চাষিদের অনুপ্রেরণা যোগাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa