ভিডিও শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ 

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ , ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক:গাজীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন।গাজীপুর মেট্রো সদর থানার রাজেন্দ্রপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং একই থানাধীন শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) মেট্রো সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন।

দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।ওসি মেহেদী হাসান গণমাধ্যমে বলেন, “শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন।

“খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।”

আরও পড়ুন

তিনি বলেন, “রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন জন গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। “এতে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।”

এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মেহেদী হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে জনসম্মুখে ছাত্রীর সাথে শিক্ষকের অশোভন আচরণ

পাসের হারে এগিয়ে মাদ্রাসা বোর্ড  জিপিএ ৫ পেয়েছেন ৪,২৬৮ জন

বগুড়ার নন্দীগ্রামে পাঁচটি ক্লিনিক এন্ড  ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা 

এইচএসসিতে বগুড়ার যেসব প্রতিষ্ঠান ভালো করেছে

অতীতের চেয়ে বেশি ভোটে বগুড়ার  সবগুলো আসনে বিএনপি’র প্রার্থীরা নির্বাচিত হবেন

বগুড়ার সবজির বাজারে স্বস্তি উধাও