ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তদের হাতুড়িপেটায় বৃদ্ধা নিহত

নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তদের হাতুড়িপেটায় বৃদ্ধা নিহত। প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মরিয়ম খাতুন(৭৫) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার বনপাড়া পৌরশহরের সরদারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মরিয়ম খাতুন গ্রামের মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর নিহত মরিয়ম খাতুন নিজ গ্রামের মৃত ইউনুস কাজির ছেলে আবু শামা কাজী(৬৫) ও পার্শ্ববর্তী পাঠানপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী সুফিয়া খাতুনকে(২৭) কেয়ারটেকার হিসেবে নিয়ে বাড়িতে বসবাস করতেন। তার ছেলে জাকির হোসেন স্ত্রী-সন্তান নিয়ে পৌরশহরের পৃথক বাসায় থাকেন।

ঘটনার সময় উল্লেখিত দুই কেয়ারটেকার কেউই বাড়িতে ছিল না। তাদের মধ্যে আবু শামা রাত ৮টায় মসজিদে যায় এবং ফিরে এসে মরিয়ম খাতুনের কক্ষে গোঙানোর শব্দ শুনতে পান। কক্ষে গিয়ে তিনি মেঝেতে মৃতপ্রায় অবস্থায় তার রক্তাক্ত দেহ দেখেন। পরে শামার ডাক-চিৎকারে স্বজনেরা এগিয়ে এসে মরিয়ম খাতুনকে উদ্ধার করেন। এরমধ্যেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ ঘটনায় তার মাথা ও মুখমন্ডলে গুরুতর আঘাত দেখতে পাওয়া যায়। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসময় মরিয়ম খাতুনের পরিহিত স্বর্ণের চেইন, হাতের রুলিবালা, আঙুলের তিটি আংটি, কানের দুল কিছুই ছিল না। এছাড়া কোমরে থাকা চাবিরও খোঁজ মেলেনি। তবে তার আলমিরা, বাক্স ও ড্রয়ারগুলো তালাবদ্ধ দেখা যায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন জানান, নিহত মরিয়ম খাতুনের লাশ উদ্ধারের পর গতকাল সোমবার ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাড়ির কেয়ারটেকার আবু শামা কাজী ও সুফিয়া খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় ডাকাতি মামলার চার আসামি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’