ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণ, ২ জন গুলিবিদ্ধ 

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণ, ২ জন গুলিবিদ্ধ। প্রতীকী ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনায় দুইজন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঈশ্বরদীর পদ্মা নদীর সাঁড়া ৫নং ঘাট (হঠাৎ পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় তড়িয়া মহলের ইজারা পান ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স এ টি এন্টারপ্রাইজ। আর পাকশী থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত নৌ-চ্যানেলের ইজারা পান কুষ্টিয়ার সোহেল খন্দকার নামের এক ব্যক্তি।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে এটি এন্টারপ্রাইজের লোকজন একটি নৌকা ও স্পিডবোট নিয়ে সাঁড়া ৫নং ঘাট (হঠাৎপাড়া) এলাকায় তড়িয়া মহলের খাজনা উত্তোলন করছিল। ঠিক সেই সময় নদীর ভেড়ামারা প্রান্ত থেকে সোহেল খন্দকারের লোকজন এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে করতে এগিয়ে এলে খাজনা উত্তোলনকারীরা ঘাটে নৌকা ও স্পিডবোট ফেলে পালিয়ে যায়।

এরপরও সোহেল খন্দকারের লোকজন নদীর ওপর এসে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে স্থানীয় বাসিন্দা বাবলু হালদারের ছেলে সজিব (২৮) ও হোসেন আলীর ছেলে নিজাম হোসেন (৩০) গুলিবিদ্ধ হয়। ফিরে যাওয়ার সময় গুলিবর্ষণকারীরা নৌকা ও স্পিডবোট নিয়ে চলে যায়। পরে আহত দু’জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এবিষয়ে এ টি এন্টারপ্রাইজের সত্বাধিকারী ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, সরকার থেকে বৈধ ইজারা গ্রহণের মাধ্যমে পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় তড়িয়া মহল থেকে খাজনা আদায় করা হয়। কিন্ত অন্যায় ও অবৈধভাবে কুষ্টিয়ার সোহেল খন্দকার নামের এক ব্যক্তি আমার ইজারাকৃত সীমানায় প্রবেশ করে আমার লোকজনের ওপর বৃষ্টির মত গুলিবর্ষণ করে।

আরও পড়ুন

এতে স্থানীয় দুইজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়। গুলি বর্ষণের সময় সোহেল খন্দকার নিজেই উপস্থিত ছিলেন দাবি করে মেহেদী হাসান বলেন, যাওয়ার সময় তারা তার একটি নৌকা ও স্পিডবোট নিয়ে গেছে। তিনি প্রশাসনের কাছে উক্ত ঘটনার ন্যায় বিচার দাবি করেন।

এবিষয়ে অভিযুক্ত সোহেল খন্দকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পাকশী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে নদীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় অকেজো গভীর সেচপাম্প, বোরো মৌসুমে সেচ সংকটের শঙ্কায় কৃষক

প্রখ্যাত সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই, শোক

নভেম্বর থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত