ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন বুলবুল

সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন বুলবুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি। সোমবার বিনাপ্রতিদ্বন্দ্বীয়তায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

বিসিবি নির্বাচনের ঠিক আগে তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরির বেশ ক’জন কাউন্সিলর নির্বাচন বর্জন করেন। আবার বিসিবি সভাপতির দায়িত্ব হারানো ফারুক আহমেদ সহসভাপতি নির্বাচিত হয়ে বোর্ডে ফিরেছেন। নতুন সভাপতি বুলবুলসহ বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সামনে তাই বেশকিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সকলকে নিয়ে ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

তিনি বলেন, শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’

আরও পড়ুন

বিসিবি সহসভাপতি নির্বাচিত হওয়া ফারুক আহমেদ জানিয়েছেন, মানিয়ে নিয়ে ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান। তার বিশ্বাস, পূর্ণাঙ্গ বোর্ড ভালো করবে, ‘আমাদের লক্ষ্য একটাই, দেশের ক্রিকেট এগিয়ে নেওয়া। মাঝখানে ছোটখাটো বিষয় থাকবে, তা মানিয়ে নিতে হবে। এবার বোর্ডটা বড়। এর আগে আমি বা আমিনুল যে বোর্ড নিয়ে কাজ করেছে, তা ছোট ছিল। অনেককে তিন-চারটা কমিটির দায়িত্ব সামলাতে হয়েছে, যা খুব কঠিন ছিল। আশা করি, সবাই মিলে কাজ করলে পূর্ণাঙ্গ বোর্ড ভালো কাজ করবে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন