ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ড. তোফায়েল আহমেদের জানাজা কখন, কোথায়

ড. তোফায়েল আহমেদের জানাজা কখন, কোথায়, ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের মরদেহ গ্রামের বাড়ি হাটহাজারীর ফতেহপুরে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছে। এ সময় শোকের আবহ সৃষ্টি হয় পুরো ফতেহপুর গ্রামে। স্বজনরা গণমাধ্যমে জানান, আজ সকাল ১১টায় স্থানীয় ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হবে।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সী বরেণ্য এই শিক্ষাবিদ। হৃদরোগের চিকিৎসায় মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় তোফায়েল আহমেদকে। কথা ছিল হার্টে রিং পরানোর। কিন্তু তার আগেই চিরবিদায় নিলেন এই স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ১৯৫৪ সালের পহেলা মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ এবং ১৯৭৭ সালে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০২৪ সালের অক্টোবরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন ড. তোফায়েল আহমেদ। পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে প্রায় ৩শ’ মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা- মহিদুল ইসলাম রিপন

নওগাঁর পোরশায় ডাকাতি মামলার চার আসামি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ