ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বিয়ের পর সংসার গোছানোর জন্য মেয়েকে কিছু দেওয়া হয়, কিন্তু আমি পাইনি : অপু বিশ্বাস

বিয়ের পর সংসার গোছানোর জন্য মেয়েকে কিছু দেওয়া হয়, কিন্তু আমি পাইনি : অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন নায়িকা; সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা তুলে আনলেন।

এক বক্তব্যে অপু বিশ্বাস হাসতে হাসতেই জানান, সাধারণত বিয়েতে মেয়েদের যে ঐতিহ্যবাহী উপহার, অর্থাৎ সংসার গোছানোর জন্য ফার্নিচার- যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা ইত্যাদি, এসব দেওয়া হয়। কিন্তু এসব তিনি তার বিয়ের সময় পাননি।

সে কথাই একরকম আক্ষেপের সুরে অপু বিশ্বাস বলেন, ‘যে কোনো ধর্মেই দেখেন, বিয়ের পর মেয়েকে প্রথমেই সংসার গোছানোর জন্য কিছু দেওয়া হয়—একটা খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা... মানে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে দেওয়া হয়। যদিও আমি মেয়ে, কিন্তু আমি পাইনি।

আরও পড়ুন

এদিকে অপু বিশ্বাস তার এই নতুন পেশাগত দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া তার জীবনে এটাই প্রথমবার, যা তাকে ভিন্ন এক অনুভূতি দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, ফার্নিচার একটি ঐতিহ্য বহন করে। যেহেতু এখন বিয়ের মৌসুম শুরু হচ্ছে, তাই অনেক নতুন যুগল ফার্নিচার খুঁজবেন এবং হয়তো অনেকেই তার কাছ থেকে ভালো ডিজাইন বা পণ্যের পরামর্শ চাইবেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন অপু বিশ্বাস। আর এবারও বিয়ের অভিজ্ঞতার এই স্মৃতিচারণ করে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa