বগুড়ার নন্দীগ্রামে পা হারানো রফিকুল ও ক্যান্সারের রোগীর পাশে সাবেক এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পৌতা গ্রামের পা হারানো রফিকুল ইসলাম এবং ক্যান্সারে আক্রান্ত রোকসানা আখতার ও শান্তনা বেগমের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন। রফিকুল ইসলাম (৫০) একসময় ভ্যানে ঘুরে আইসক্রিম ও ভাঙারি বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু তিন বছর আগে হঠাৎ পায়ের রগে রক্ত জমাট বাঁধায় দীর্ঘ চিকিৎসার পর দেড় বছর আগে পা কেটে ফেলতে হয়।
এরপর থেকে জরাজীর্ণ কুটিরে স্ত্রী শাহনাজ বেগমকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। অসহায় রফিকুলের এমন মানবিক পরিস্থিতির খবর পেয়ে মোশারফ হোসেন আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পৌতা গ্রামে গিয়ে রফিকুলের হাতে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা তুলে দেন। তিনি রফিকুলের জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড প্রাপ্তিতে সহায়তার আশ্বাস দেন।
একই সঙ্গে তিনি পৌতা গ্রামের দের বছর ধরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত পলাশ হোসেনের স্ত্রী রোকসানা আখতার (৩০) ও এক বছর ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত জুয়েল রানার স্ত্রী শান্তনা বেগমকে (৩২) আর্থিক সহায়তা প্রদান করেন এবং সমাজসেবা অফিস থেকে সহায়তা প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কেরাবার আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুবদল নেতা গোলাপ আকন্দ, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন