ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

ভোটের মাধ্যমে সুশাসন, সুবিচার ও ইসলামী মূল্যবোধের পক্ষে বিপ্লব করতে চাই : গোলাম পরওয়ার

ভোটের মাধ্যমে সুশাসন, সুবিচার ও ইসলামী মূল্যবোধের পক্ষে বিপ্লব করতে চাই : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতা অতীতে বিপ্লব করেছে। এবার আমরা সুশাসন, সুবিচার ও ইসলামী মূল্যবোধের পক্ষে বিপ্লব করতে চাই ভোটের মাধ্যমে। আমরা সরকারের প্রতি আস্থা রাখতে চাই। এই সরকার কোনো রাজনৈতিক দলের নয় এমনটাই বলা হয়েছে। আমরাও বলেছিলাম, সরকারকে সহযোগিতা করব। তিনি (প্রধান উপদেষ্টা) নিজেও বলেছিলেন, আমি দেশ শাসন করতে আসিনি, একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে যাব। কিন্তু এখন দেখছি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রশাসন ও উপদেষ্টাদের কারো কারো মাঝে অস্থিরতা দেখা দিচ্ছে।

আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা বেড়ে চলেছে। তিনি দাবি করেন, দু-একজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য গোপনে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

আরও পড়ুন

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তারা (ওসি, ইউএনও, ডিসি, সচিবালয়ের আমলা) মাঝে মাঝে একটি বিশেষ দলের চাপে সিদ্ধান্ত নিচ্ছেন এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না। তিনি বলেন, আমরা কখনো বলিনি আমাদের কথা শুনতে হবে। আমরা বলি, আপনারা ন্যায়, সত্য ও ইনসাফের পথে থাকুন।

পরওয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। খেলার মাঠ একপাশে উঁচু, আরেক পাশে নিচু হলে খেলা চলে না। ভোটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। গোপনে কোনো দলের সঙ্গে বৈঠক, সাহায্য বিতরণ বা পক্ষপাতিত্ব চলতে থাকলে তা লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। সরকারের সচিবালয় ও প্রশাসনের মধ্যে এসব আচরণ লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত