ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৪ হাজার ৭৮৯ শিশু টাইফয়েড টিকা পাবে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিাধ: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬ টি ইউনিয়নে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের ৪৪ হাজার ৭৮৯ জন শিশু বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে বলে হরিপুর হাসপাতাল সূত্রে জানা গেছে। আজ রোববার সকাল সাড়ে ৯ টায় হরিপুর হাসপাতালে এ টিকার শুভ উদ্বোধন করবেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন।
হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. শামীমুজ্জামান বলেন, এ উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সের ৪৪ হাজার ৭৮৯ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের এ টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ১০ দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯ হাজার ৫১৬ জনকে ও ২য় ধাপে ৮দিনে কমিউনিটিতে ১৫ হাজার ২৭৩ জন শিশুকে এ টিকা দেওয়া হবে।
আরও পড়ুনমন্তব্য করুন