ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত তিন শিশু হলো- চাঁপাতলা গ্রামের মো. আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনথিয়া (৯) এবং তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাশাপাশি বাড়ির এই তিন শিশু বাড়ির পাশে এক খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে তিন শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুর রহমান বলেন, স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল। তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে এনেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেছি।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) আবুল খায়ের বলেন, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই তিন শিশুর করুণ মৃত্যুতে চাঁপাতলা গ্রামে চলছে শোকের মাতম, নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত