ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাধীন চন্ডিপুর এফ হক উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিম মিয়া প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সাবেক সভাপতি ও সদস্যসহ সংশ্লিষ্টদের স্বাক্ষর জাল জালিয়াতি মাধ্যমে ব্যাক ড্যাডে ৭ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে প্রায় এক কোটি টাকার নিয়োগ বাণিজ্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে পৌর শহরের সুনামি মার্কেটে চন্ডিপুর এফ হক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ মুজাম্মেল হক, কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এমএ মালেক এবং অভিভাবক এসএম আব্দুল হালিম আকন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে সাবেক অধ্যক্ষ মুহাম্মদ মুজাম্মেল হক লিখিত বক্তব্যে বলেন, আমি গত ২০২০ সালের ৩১ আগস্ট ওই কলেজ থেকে অবসরে যাই। আমার সময়ে তাদের নিয়োগ দেয়া হয়নি। অথচ আমার এবং তৎকালীন সময়ের গভর্নিং বডির সভাপতির স্বাক্ষর জাল করে ৭ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেয়া হয়েছে। ইনডেক্সও হয়েছে ৩ জনের। আর এ সকল অনিয়ম ও দুর্নীতি করেছেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুর রহিম মিয়া ও প্রভাষক মো. আতাউর রহমান (অর্থনীতি)।

আরও পড়ুন

এ বিষয়ে ডিজিসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো সাড়া মেলেনি সংবাদ সম্মেলনে দাবি সাবেক অধ্যক্ষের। তিনি আরও বলেন, ভুয়া কাগজপত্র সৃজন করে নিয়োগ দেয়া ৭ শিক্ষক-কর্মচারী হলেন, মো. আরাফাত আলী আকাশ, ল্যাব সহকারী (রসায়ন), সোমা আক্তার, প্রদর্শক কম্পিউটার শিক্ষা, মো. হুমায়ুন কবির, ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), মো. মোস্তাফিজার রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি, মো. হিরু মিয়া (ল্যাব এ্যাসিস্টেন্ট), মো. ফিরোজ আখতার লিপন (ল্যাব এ্যাসিস্টেন্ট) ও মো. মমিনুল ইসলাম (নিরাপত্তা কর্মী)। এরমধ্যে মো. আরাফাত আলী আকাশ, সোমা আক্তার ও মো. হুমায়ুন কবিরের ইনডেক্স হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মৃনাল কান্তি রায়, সিনিয়র প্রভাষক আশরাফুল ইসলাম খন্দকার, গোলক চন্দ্র কর্মকার, প্রভাষক আব্দুল কাদের মিয়া, প্রভাষক বিউটি বেগম, প্রভাষক আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান