বগুড়ায় প্রেমিকের সাথে বেড়াতে আসা কিশোরীকে বাসের মধ্যে ধর্ষণ চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় প্রেমিকের সাথে বেড়াতে আসা এক কিশোরী বাসযাত্রীকে ধর্ষণের অভিযোগ আরকে পরিবহন বাসের চালককে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩ টার দিকে বগুড়া শহরতলীর বনানী এলাকায় একটি মটর গ্যারেজে বাসের মধ্যে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনাটি পুলিশ জানতে পেরে রাত ৯ টার দিকে টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে বাস চালককে গ্রেফতার করে।
গ্রেফতার বাস চালক রাকিব (২৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা।বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা এতথ্য নিশ্চিত করেছেন। ধর্ষণের শিকার ওই কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।
ধর্ষণের শিকার কিশোরী জানান, ঢাকার মিরপুরের এক স্কুল ছাত্রের সাথে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকা থেকে প্রেমিকার সাথে দেখা করতে কড্ডার মোড় আসে। এরপর প্রেমিক-প্রেমিকা ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী আরকে পরিবহনের একটি বাসে কড্ডার মোড় থেকে ওঠে।
পুলিশ সুত্র জানায়, বাসের হেলপার সুপারভাইজার বাসের মধ্যেই বুঝতে পারে তারা প্রেমিক- প্রেমিকা। দুপুর আড়াইটার দিকে বাসটি বগুড়া শহরতলীর বনানীমোড়ে পৌছিলে সকল যাত্রী নেমে যায়। কিন্তু বাসের হেলপার ও চালক ওই কিশোর- কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি টেনে নিয়ে যায় পর্যটন মোটেলের অদুরে বিভিন্ন যানবাহন পরিস্কার করার একটি গ্যারেজে।
সেখানে বাসের হেলাপার কিশোর প্রেমিককে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর বাস চালক রাকিব ওই কিশোরীকে বাসের মধ্যে ধর্ষন করে ছেড়ে দেয়। বিকেল সাড়ে ৪ টার দিকে ওই কিশোর-কিশোরী বাড়ি ফিরে যাওয়ার জন্য ঠনঠনিয়া বাস টার্মিনালে আসে।
আরও পড়ুনসেখানে কিশোরীর কান্না দেখে কয়েকজন বাস শ্রমিক ঘটনাটি জানতে পারে। পরে কতিপয় পরিবহন শ্রমিক নেতা ধর্ষণের ঘটনাটি মিমাংসার নামে ধামাচাপা দিয়ে তাদেরকে ঢাকাগামী একটি বাসে তুলে দেন। এদিকে আরকে পরিবহনের ওই বাস চালক সন্ধ্যায় বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
সন্ধ্যার পর পুলিশ ঘটনাটি জানতে পেরে পুলিশের একাধিক টীম মাঠে নামে। রাত ৯ টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেফতার করে। বগুড়ার পুলিশ জেদান আল মুসা জানান, ধর্ষণের শিকার ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তার জবানবন্দি অনুযায়ী বাস চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা নেয়া হবে। টাঙ্গাইলে গ্রেফতার বাস চালককে বগুড়ায় আনা হচ্ছে এবং হেলপারকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টীম অভিযান শুরু করেছে।
মন্তব্য করুন