টক অব দ্যা টাউন
বগুড়ার শেরপুরে ওয়াই-ফাই পাসওয়ার্ডকে কেন্দ্র করে দুই শিক্ষকের মারামারি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ডকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে দুই দফা মারামারির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে শেরপুর পৌর শহরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাহেব আলী ও ট্রেড ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান শিমুলের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই ক্লাস না করে বাড়ি চলে যায়। এই মারামারি ঘটনা টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
আহত সহকারী শিক্ষক সাহেব আলী বলেন, বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিতে গেলে অসৌজন্যমূলক আচরণ করার একপর্যায়ে গায়ে হাত তুললে দুজনার মধ্যে হাতাহাতি হয়। পরে শিমুল বহিরাগতদের নিয়ে এসে শ্রেণিকক্ষের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে আবারও আমাকে মারধর করেন।
অপরদিকে মাহমুদুল হাসান শিমুল বলেন, তিনি প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড পরিবর্তন করেন। প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া পাসওয়ার্ড দিতে রাজি না হওয়ায় সাহেব আলী তার ওপর চড়াও হয়ে আমার পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করেন। পরে আমার অত্মীয় স্বজন ঘটনা জানতে পেরে বিদ্যালয়ে আসে। তবে বিদ্যালয়ে যে বহিরাগতরা ঢুকেছে সেটি সঠিক নয়।
আরও পড়ুনবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলের, পাওয়ার্ড নিয়ে অপ্রীতিকর একটি ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। অতিরিক্ত মানুষ স্কুল চলাকালীন প্রবেশ ও দুই দফা মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে।
মন্তব্য করুন